বারাবনি ব্লকের পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের
অন্তর্গত গৌরান্ডি হাটতলা ও পানুড়িয়া কড়াপাড়া এলাকায় এক গর্ভবতী মহিলার ও এক মহারাষ্ট্র
থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিক করোনা পজিটিভ পাওয়া যায়।
এই ঘটনায় এলাকায় আতঙ্কের ছায়া। পরিবার
সূত্রে জানা গিয়েছে গত ২০ তারিখ বিকেল বেলা ওই মহিলা প্রসবযন্ত্রনা নিয়ে আসানসোল
জেলা হাসপাতালে ভর্তি হয় তারপর জেলা হাসপাতালে ওই মহিলার স্বাস্থ্যের অবনতি ঘটায়
তাকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়। তারপর সেখানে ডাক্তাররা তারমধ্যে
করোনা সংক্রমনের সূত্র খুঁজে পান।
অন্যদিকে চার থেকে পাঁচ দিন আগে ওই পরিযায়ী শ্রমিক
মহারাষ্ট্র থেকে ফিরেছেন ফিরে আসার পর সরকারিভাবে তার মেডিকেল পরীক্ষা হয়েছিল তারপর
তার রিপোর্টে পজেটিভ আসার কারণে মঙ্গলবার দিন বিকেল বেলা ওই ব্যক্তিকে প্রশাসনের তরফ
থেকে অ্যাম্বুলেন্সে করেকোয়ারেন্টিন করার
জন্য নিয়ে যাওয়া হয় ।এই খবর পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে
গৌরান্ডি এলাকার আশেপাশের সকল যাতায়াত রাস্তাঘাট বারাবনি
থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে,যাতে কোন
মানুষ এই জায়গার আশেপাশে যেতে না পারে,তাছাড়া করোনা আক্রান্ত দেরদুর্গাপুর সনকা হাসপাতালে পাঠানো হয়েছে,ও তাদের
পরিবারের সকল কে কোরেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাদের টেস্ট করা হবে।
0 Comments