সাইকেলে চেন্নাই থেকে জামগ্রাম,বাড়িতে ঢুকতে বাধা গ্রাম বাসিন্দাদের


বারাবনি ব্লকের জাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামাপুর গ্রামের তিনজন ছেলে মাস আগে  কর্ম সূত্রে চেন্নাই কাজ করতে  গিয়েছিলেন কিন্তু যাওয়ার কিছুদিন পরেই   ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার জন্য কর্মহীন হয়ে পড়েন যাবার ফলে চেন্নাই থেকে বাড়ি ফিরে আসা যায়নি কারণ তাদের কাছে কোনরকম টাকা পয়সা ছিল না তারপরেই এই ছেলেগুলি তাদের পরিবারকে ফোন করে জানায় যে আমাদের ফিরে আসা খুবই কষ্টকর আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই ওইখান থেকে কিছু টাকা পাঠাও তারপর বাড়ি থেকে টাকা  পাঠানো হয়এবং সেই পয়সা দিয়ে তারা দুটো সাইকেল কেনেন একটির দাম ৭০০০ টাকা আরেকটি দাম ৫০০০ টাকা দুটো সাইকেলে তিনজন ছেলে চেন্নাই থেকে রওনা দেয় বাড়ির দিকে ১৬ মে দুপুর দুটোর সময় সাইকেল স্টার্ট করেন চেন্নাই থেকে ২৩ মে তারা নিজের বাড়ি জাম গ্রাম পঞ্চায়েতে শ্যামাপুর গ্রামে সকাল সাড়ে আটটা নাগাদ পৌঁছে যায় পৌঁছাবার পর গ্রামবাসীরা তাদেরকে পাড়ায় ঢুকতে নিষেধ করেন এবং তারা একটি গ্রামের বাইরে ক্লাব ঘরে আশ্রয় নেয় তাদের আসার খবর জানাজানি হতেই বারাবনি পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মদক্ষ স্বপন সরেন সেখানে পৌঁছায় এবং তারপরে  তাদেরকে কেলেজোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষা করার জন্য,ডাক্তারবাবুরা বলেন আপনারা এখন তিন দিন বাড়ি থেকে বের হবেন না যতক্ষণ না আপনাদের পরীক্ষার রিপোর্ট আসছে ততক্ষণ বাড়ির মধ্যেই থাকবেন রিপোর্ট এলে আমরা খবর পাঠিয়ে দেব এবং বাইরে বের হবেন না যে তিনটি ছেলে চেন্নাই থেকে বাড়ি ফিরেছেন তাদের নাম হল শান্তিময় কর্মকার, অভিলাষ হাঁসদা, মন্টু টুডু তাদের কাছে রাস্তার অভিজ্ঞতা শুনতে পাওয়া যায় তারা জানিয়েছেন যে আমরা বেশিরভাগ দিনের বেলায় রেস্ট করতাম  আর রাত্রের দিকে সাইকেল চালাতাম দুটো সাইকেলে তিনজনে আমরা এসেছি এবং তার সঙ্গে বিছানাপত্র নিয়ে এসেছি আমাদেরকে রাস্তায় বিভিন্ন জায়গায় কেউ খাবার দাবার আবার কেউ রাস্তায় টাকা দিয়ে সাহায্য করেছেন   চেন্নাই থেকে বারাবনি অব্দি প্রচুর মানুষের সাহায্য পেয়েছি

Post a Comment

0 Comments