তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনে মাইথনের নৌকা চালক দের হাতে তুলে দেওয়া হলো লাইফ জ্যাকেট
গ্রামাঞ্চল
শিল্পাঞ্চলের খবর:
নতুন বছরের প্রথম দিনে তাছাড়া তৃণমূল কংগ্রেসের ২৩তম প্রতিষ্ঠা দিবসের দিনে
সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বারাবনি বিধান সভার যুব নেতা মুকুল উপাধ্যায়ের হাত দিয়ে
মাইথন পর্যটন কেন্দ্রের নৌকা চালকদের হাতে তুলে দেওয়া হলো ৬০টি লাইফ জ্যাকেট।এইদিন সিদাবাড়ি,কালিপাথর থার্ড ডাইক,মাইথন থার্ড ডাইকে ৬০টি লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।তাছাড়া এইদিন মাদার টেরিজা মিশনারি অফ চ্যারিটি কালিপাথরে ৭০টি কুষ্ঠ রোগীকে জল খাবার বিতরণ করেন যুব নেতা মুকুল উপাধ্যায়।এই প্রসঙ্গে তিনি জানান আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস তাই আজকের দিনে কিছু কুষ্ঠ রোগীকে জলখাবার দেওয়া হলো তাছাড়া নৌকা চালকদের চাহিদা ছিলো লাইফ জ্যাকেটের তাই আজকের এই বিশেষ দিনে ৬০টি জ্যাকেট তাদের হাতে তুলে দেওয়া হলো।তাছাড়া এইদিন যুব নেতা মুকুল উপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, আশুতোষ তেওয়ারী,উজ্জ্বল মণ্ডল,নরেন্দ্র খোশলা,বিমল গোরাই,কাঞ্চন লাহা,বিষ্ণু বাহাদুর সহ আরো অনেকে।
0 Comments