কেন্দ্রের চোরেদের পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যের চোরেদের পাহারা দিচ্ছে রাজ্য পুলিশ বলছেন মহম্মদ সেলিম

গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর:-পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় জনগণ প্রতিরোধ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন ও সংঘবদ্ধ হয়েছেন। আর এতেই ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আসানসোলের রানিগঞ্জে সিপিএমের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্যই বামফ্রন্টের আমলে বাংলায় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। তা গ্রামবাংলার মানুষদের নিয়ে করা হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের জমানায় সেই ব্যবস্থায় আপাদমস্তক দুর্নীতিতে ভরে গিয়েছে। আমরা আবার আগের মতো স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও মানুষের পঞ্চায়েত ফিরিয়ে দিতে চাই।’ তাঁর দাবি, ‘বাংলার মানুষ বামপন্থীদের ওপর আস্থা রাখছেন। এখন গোটা দেশ ও রাজ্যে যে লুঠতন্ত্র চলছে তার বিরোধিতায় মানুষ সরব হয়েছেন। রাজ্যে দিদির লুঠ ও দিল্লিতে দাদার লুঠ চলছে। কেন্দ্রের চোরেদের পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যের চোরেদের পাহারা দিচ্ছে রাজ্য পুলিশ।’(গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর)
https://youtu.be/5qKxeEh_5PU

Post a Comment

0 Comments