তদন্তে সাহায্য করব মন্তব্য সায়নীর

গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর:-নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব করেছিল সায়নী ঘোষকে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিনেত্রী তথা তৃণমূল নেত্রীকে তলব করা হয় বলে জানা গিয়েছে। এদিকে ইডির নোটিশ পাওয়ার পর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে দেখা যায়নি সায়নীকে। সায়নী ঘোষ কোথায়? তা নিয়ে  রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছিল। তবে আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সায়নী ঘোষ। এবং সায়নী কোথায়, তার জল্পনা কিছুটা হলেও কমলো।পাশাপাশি হাজিরার আগে উল্লেখযোগ্য মন্তব্যও করলেন তিনি। এদিন ১১টা ২২ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন। সায়নী বলেন, "তদন্তে ১০০ শতাংশ সাহায্য করব। আমি নির্বাচনী প্রচারে ছিলাম। আমি সশরীরে উপস্থিত হয়েছি।(গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর)

Post a Comment

0 Comments