ইডি দফতর থেকে বেরিয়ে সায়নী বললেন এখানে১০০ বার আসতে হলে আসব।

গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর:-দীর্ঘ ১১ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর অবশেষে ইডি দফতর থেকে বেরোলেন অভিনেত্রী তথা তৃণমূল যুবনেত্রী। জানা যায় তাঁর সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে। সেই বয়ান ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে। এ নিয়ে সায়নি জানান তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করেছেন তিনি। সাধারণ কিছু তথ্য প্রমাণ নিয়েই শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর সাথে আরো বলেন তদন্তের স্বার্থে তাঁকে ১১ ঘন্টা কেন, ২৪ ঘণ্টা থাকতে হলে তাও থাকব, ১০০ বার আসতে হলে আসব। বিশেষ সূত্রে জানা যায় এদিন সায়নীকে তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল, আয়কর জমা দেওয়ার নথি এবং যাবতীয় সম্পত্তির নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছিল। তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তলের সঙ্গে সায়নীর কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেই লেনদেনের ভিত্তি কী ছিল, সায়নী আয়ের উত্‍স, আয়ের সঙ্গে সম্পত্তির সঙ্গতি ইত্যাদি বিষয় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এদিন প্রশ্ন করা হয় তাঁকে।(গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর)

Post a Comment

0 Comments