বর্ধমানে বাস দুর্ঘটনা

গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর:-পিক-আপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে বাকলসাগামী বাস। দুর্ঘটনায় একজন মহিলা ও একটি শিশু গুরুতর জখম হয়েছেন। বাকি যাত্রীরা অল্পবিস্তর আহত হয়েছেন।শুক্রবার দুর্ঘটনাটি ঘটে বর্ধমান-নবদ্বীপ রোডের দেওয়ানদিঘি থানার শোনপুর এলাকায়। জানা যায় দুর্ঘটনা এড়াতে বাসটি বাঁদিকে সরতে গিয়ে সামনে থাকা পিকআপ ভ্যানের উপর চেপে যায়। পিক-আপ ভ্যানটি পাল্টি খেয়ে পড়ে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে। ভেঙে যায় বিদ্যুত্‍ খুঁটিটিও।(গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর)

Post a Comment

0 Comments