বাঁকুড়ার ওন্দা স্টেশনে রেল দুর্ঘটনা, ব্যাহত রেল পরিষেবা

চালকের ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলছেন দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার ।
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে পিছন থেকে ধাক্কা মারে অন্য একটি মালগাড়িতে। সংঘর্ষে লাইনচুত্য দুই মালগাড়ির ২টি বগি।  ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে নিয়ে জানতে চাইলে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার জানিয়েছেন, মালগাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। তাই সিগন্যাল দেখতে পাননি। 'চালকের ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ভোর ৪টের সময় মাঝেমাঝে চোখ লেগে যায়। সেই সময় লাল সিগন্যাল দেখতে পাননি চালক। যার ফলেই এই ঘটনা।'ঘটনায় গুরুতর আহত হন  মালগাড়ির চালক। তাঁকে রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু দুর্ঘটনার জেরে ব্যহত হয়েছে ওই লাইনের ট্রেন পরিষেবা। ওভারহেড তার ছিঁড়ে পড়েছে। তাই আদ্রা-খড়্গপুর ডিভিশনে আপ ও ডাউন লাইনে ট্রেন চলছে না। তবে ডিআরএম আশ্বাস দিয়েছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর


Post a Comment

0 Comments