ধোঁয়ায় দমবন্ধ হয়ে ঘুমের মধ্যে প্রাণ গেল মহিলার

গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর:-আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হল এক শিশু-সহ একই পরিবারের পাঁচ জনকে।ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার মহিশিলা কলোনির অরবিন্দ পল্লি এলাকায়। জানা যায় যে মহিলার মৃত্যু হয়েছে, তাঁর নাম হাসি নাথ।পাশাপাশি তাঁর পরিবারের এক শিশু- সহ মোট পাঁচ জনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পরিবারকে নিয়ে অরবিন্দপল্লি এলাকায় একটি ভাড়া থাকতেন হাসি। রুটি তৈরি করে বিক্রি করতেন তাঁরা। শুক্রবার বিক্রিবাটার পর যে উনুনে রুটি বানাতেন, সেটি নেভাতে ভুলে যান ওই মহিলা। ওই জ্বলন্ত উনুন ঘরের মধ্যে রেখে দিয়েছিলেন। বাড়িতে মহিলার মেয়ে-জামাই এবং নাতনি এসেছিলেন। সবাই ওই বাড়ির মধ্যেই ঘুমিয়ে ছিলেন।শনিবার সকাল সাড়ে ৮টা বেজে যাওয়ার পরেও বাড়ির কাউকে দেখতে না পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের।

বাড়ির দরজায় ধাক্কা দিয়েও কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি। এর পর পুলিশকে খবর দেন তাঁরা।আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে দরজা ভেঙে বাড়িতে ঢুকে দেখে পুরো ঘর ধোঁয়ায় ভরে গিয়েছে। ঘরে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন ছয় জন। তড়িঘড়ি তাঁদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্‍সক এক জনকে মৃত বলে ঘোষণা করেন।(গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর)

https://youtu.be/zAezD6jor_k

Post a Comment

0 Comments