অগ্নিমিত্রা পলের বিরূদ্ধে থানায় স্মারকলিপি তৃণমূলের।

 শনিবার সকাল ১১টা নাগাদ প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা নিমচা পুলিশ ফাঁড়িতে এসে বিক্ষোভ দেখান ও পুলিশের হাতে স্মারকলিপি তুলে দেন অগ্নিমিত্রা পলের  বাইক র‍্যালির বিরুদ্ধে।রানিগঞ্জের জেমারী পঞ্চায়েত এলাকায় বাইক র‍্যালি করেন বিনা অনুমতিতে। 

প্রায় সময় গাড়ির সাইরেন বাজিয়ে এলাকায় ঘুরছেন যেটা নির্বাচনের আর্দশ আচরণবিধির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, অগ্নিমিত্রা পল বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন। তাই পুলিশ ফাঁড়িতে গিয়ে বিক্ষোভদেখানো ও স্মারকলিপি জমা দেওয়া। অন্যদিকে অগ্নিমিত্রা পল জানান যে তিনি কোনও প্রকার বাইক র‍্যালি করেননি ।

যেহেতু একটা সংসদ থেকে আরেকটি সংসদের দূরত্ব অনেক বেশি তাই তিনি বাইকে করে ওই স্থানে গিয়ে নেমে তারপর প্রচার করছেন। তিনি জানান, 'এমএলএ কি বাইকেও চাপতে পারবে না তৃণমূলের শাসনে?'শাসক দলের অভিযোগ কে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন অগ্নিমিত্রা।

https://youtu.be/hFw0S5lsf_A

Post a Comment

0 Comments