গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর:- রবিবার বিনা নোটিশে বন্ধ হয়ে গেল আসানসোল বাজারের প্রাণ কেন্দ্রে থাকা শপিং মল স্টাইল বাজার। অজিত বাল্মিকী নামে এক কর্মচারী জানান শণিবার রাত পর্যন্ত শপিং মল বন্ধ হয়ে যাবার কোন খবর ছিল না রবিবার সকল কর্মীরা কাজ করতে এসে দেখে শপিং মলের সামনে ক্লোজ আপের নোটিশ লাগানো আছে ভেতর ঢুকতে গেলে তাদের বলা হয় কোম্পানি লোকসানে চলছে তাই একমাসের বেতন দিয়ে সবাইকে চলে যাবার জন্য বলা হয়। কর্মীদের দাবি তারা এই মলে ছয় বছর ধরে কাজ করছে হঠাৎ করে বন্ধ করে দিল বিনা নোটিশে তাদের এক বছরের মাইনে দিতে হবে।
অন্য দিকে কলকাতা থেকে আসা কোম্পানির লোক জানান তাকে এই সেন্টারের জিনিসপত্র প্যাকিং করে নিয়ে যেতে বলা হয়েছে মাইনে দেবার ব্যাপারে শপিং মলের মালিক আসলে তিনি সিদ্ধান্ত নেবেন। নসিম আখতার নামে অন্য এক কর্মী জানান স্টাইল বাজার একটার পর একটা সেন্টার খুলছে আর লোকসানের কথা বলে চালু একটা সেন্টার বন্ধ করতে চাইছে তাদের দাবি মেনে তাদের পয়সা দেবার পর তারা এখানে থাকা জিনিস যেতে দেবে। কর্মীরা শপিং মলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে যায়।(গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর)https://youtu.be/VZf430_I5-8
0 Comments