সকাল থেকেই উত্তপ্ত কোচবিহার

গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর:-ভোট দেওয়ার ব্যালট বাক্সই ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে। ভেতর থেকে ভোটের সমস্ত কাগজ বের করে পুড়িয়ে দেওয়া হয়েছে কোচবিহারের দিনহাটার ১৩০ নম্বর বুথে।কেন্দ্রীয় বাহিনীর পাশে থাকা রাজ্য পুলিশ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভোটাররা। তাঁদের অভিযোগ, 'পুলিশ তো সব  নীরব দর্শক। নামেই পুলিশ কেউ কিছু বলে না।' পাল্টা পুলিশকর্মীরা বলছেন, 'আমারা কিছু বলতে পারব না'।কোচবিহারের দক্ষিণ বিধানসভা ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটেরহাট ৪/৩৮ নম্বর বুথে বোমাবাজির অভিযোগ বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ।(গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর)

Post a Comment

0 Comments