গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর:-রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবরের মাধ্যমে আমরা জানতে পারি, দিনভরের ভোটের রাজনীতিতে বারবার শিরোনামে ছিল খুন ভাঙচুর দাঙ্গা রাহাজানীর খবর। আর বাদ গেল না গোটা রাজ্যে ব্যালট নিয়ে ছেলে খেলা। আমরা দেখতে পেয়েছি ব্যালট বক্স কে কেউ বগল দাওয়া করে ছুটে পালিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে অলিম্পিকের দৌড়। কোথাও আবার দেখা যাচ্ছে? ব্যালট বক্স তুলে পুকুরের জলে ছুড়ে ফেলা হচ্ছে।
দেখা গেল ব্যালট বক্সে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা।আরামবাগের ১৪১ নং বুথে ব্যালট নিয়ে রীতিমতো মারামারি হয়েছে। বিজেপির দাবি, তৃণমূল কর্মীরা বুথে ঢুকে ছাপ্পা ভোট দিচ্ছিল। তাই ব্যালট বাক্স তুলে নিয়ে যাওয়া হয়। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। গ্রামবাসীদের দাবি, বিজেপির সমর্থকরা বুথে ঢুকে ব্যালট বাক্স তুলে নিয়ে দৌড় দেয়। তারপর পুকুরে ফেলে দেয়। পুলিশ গিয়ে দুটি ব্যালট বাক্স উদ্ধার করে।
এরপরেই দুই পক্ষের কর্মী-সমর্থকরা মারামারি শুরু করে। ঘটনায় প্রিসাইডিং অফিসার আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। আবার অশোকনগরে সোলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭৩ নম্বর বুথের ভোট কেন্দ্রে সকাল থেকেই গোলাগুলি চলছি। বেলা বাড়তে যত আক্রোশ গিয়ে পড়ে ব্যালট বাক্সের উপরে।
অভিযোগ, বুথে ঢুকে গ্রিল ভেঙে ব্যালট বাক্স লুঠ করা হয়েছে।ঘটনায় পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, তিনটে ব্যালট বক্সই জলে ফেলে দেওয়া হয়েছে।ডোমজুড় আবার আরও এককাঠি উপরে। সেখানে ব্যালট বাক্স তুলে নিয়ে যেতে না পেরে হুড়হুড়িতে তাতে জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ডোমজুড়ের অঙ্কুরহাটি কিবরিয়া গাজি উচ্চ বিদ্যালয়ে মহিয়ারী দু'নম্বর গ্রাম পঞ্চায়েতে ৩ ও ৪ নম্বর বুথে ভোটগ্রহণ ভালভাবেই চলছিল। বেলা আড়াইটে নাগাদ একদল লোক বুথে ঢুকে পড়ে। অভিযোগ, তারা ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে তাতে জল ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে বিরোধী দলের এজেন্টরা এর প্রতিবাদ করেন।
উত্তর ২৪ পরগনার শিউলি পঞ্চায়েত এলাকাতেও ব্যালট লুঠের অভিযোগ উঠেছে। আবার শিউলি পঞ্চায়েতের ১৩ ও ১৫ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছে। অভিযোগ, দুটি বুথেই ছাপ্পা ভোট চলছিল। সেই খবর পেয়ে বিজেপি ও সিপিএম সমর্থকরা ভেতরে ঢুকে পড়ে। বুথের ভেতর ভাঙচুর চালায়। অভিযোগ, সবকটি ব্যালট বাক্সই ভেঙে ফেলা হয়েছে। আবার পশ্চিম বর্ধমান ও দেখা গেল ব্যালট ছিনতাই এর ঘটনা ।
বারাবনি বিধানসভা কেন্দ্রের সালানপুর ব্লকের ফুলবেড়িয়া ভলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতাল প্রাথমিক বিদ্যালয়ের বুথে দুষ্কৃতীরা ঢুকে ব্যালট বক্স ছিনতাই করে সামনের পুকুরের জলে ফেলে দেয়। বন্ধ হয় ভোটগ্রহণ কেন্দ্র। এরপর পুলিশ এসে অবস্থা সামাল দেয় এবং পুকুর থেকে দুটি ব্যালট বক্স কে উদ্ধার করে তাদের গাড়িতে রাখেন বলে খবর।(গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর)
https://youtu.be/Ogntq3QGmes
0 Comments