জামতরার কুন্ডোহিত পুলিশ বাবু পুরের একটি গুমটিতে অভিযান চালিয়ে ২০ লিটারের বেশি অবৈধ বিদেশী মদ ও বিয়ারের বোতল বাজেয়াপ্ত করে গতকাল বলে খবর। তবে পুলিশের এই অভিযানের খবর পেয়ে দোকানদার গোপাল গড়াই ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কুন্দোহিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় কুমার যাদব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবুপুর মোড়ে অবস্থিত একটি গুমটিতে অভিযান চালানো হয়। সেখান থেকে বিভিন্ন ইংলিশ ব্র্যান্ডের কয়েক ডজন বোতল বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে 20 লিটারের বেশি মদ রয়েছে। তিনি জানান, কয়েকদিন ধরে গুমটির আড়ালে অবৈধ মদ কেনা-বেচা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছিল।
0 Comments