মোবাইল দোকানের চুরির ঘটনার অভিযোগে আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ঘটনায় চারজনকে গ্রেফতার করে উদ্ধার হয় চুরি যাওয়া জিনিস।জানা যায় কল্যানেশ্বরী এলাকায় একটি মোবাইল দোকানে দিন কয়েক আগে চুরির ঘটনার অভিযোগের ভিত্তিতে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে পুলিশ চারজন কে গ্রেফতার করে।উদ্ধার হয় বেশকিছু চুরি যাওয়া মোবাইল ফোন, দুটি ক্যামেরা,একটি ল্যাপটপ, হেডফোন সহ জিনিসপত্র।গ্রেফতার হওয়া চারজন অর্জুন সোরেন,সোনু হাঁসদা, রাজেশ বার্নওয়াল, বিনীত কুমার সাউ।চরজন ঝাড়খন্ডের বাসিন্দা বলে জানা গেছে।আজ ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়।
0 Comments