সালানপুর এলাকায় দুই ব্যাবসায়ীর বাড়িতে ব্যাপক তল্লাশি পুলিশের:

আসানসোলের সালানপুর থানা এলাকায় পুলিশের ব্যাপক অভিযান। দুটি বাড়িতে অভিযান পুলিশের বিশাল টিম। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের কোটি টাকার ছিনতাই মামলায় এই অভিযান বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। সালানপুর থানার পিঠাকেয়ারির এলাকার ব্যবসায়ী পৃথিবী রাজ জয়সওয়াল ও রূপনারায়নপুরের হঠাৎ কলোনির ব্যবসায়ী অজয় দাসের বাড়িতে ব্যাপক পুলিশের অভিযান।এইদিন দুর্গাপুর থানা, সালানপুর থানা ও রূপনারায়ন ফাঁড়ির পুলিশ এই দুই ব্যাবসায়ীর বাড়িতে অভিযান চালায়।পুলিশ সূত্রে জানা যায় পৃথিবীরাজ জয়সওয়াল বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।তাছাড়া পুলিশ দুটি বাড়ি সিল করে।এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর পৃথিবীরাজ জয়সওয়ালের স্ত্রীকে আটক করা হয়।


 

Post a Comment

0 Comments