জি এম অফিস গেটের সামনে প্রতিবাদ সভা


কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী নীতি, রেলের বেসরকারিকরণ   একের পর এক রেলের জোন এবং ট্রেন গুলি বেসরকারিরহাতে তুলে দেওয়ার  প্রতিবাদে চিত্তরঞ্জন রেল কারখানায় জি এম অফিস গেটের সামনে সি আর এম সি, এন এফ আই আর, আই এন টি ইউ সি সংগঠন গুলি প্রতিবাদ সভা করেন



 এই প্রতিবাদ সভায় তাঁদের দাবিগুলি হল 150 বছরের শ্রম আইন বদলানো যাবে না, সরকারি সংস্থা গুলি বেসরকারির হাতে তুলে দেওয়ার যাবে না,  ডি এবং ডি আর এর যে ঘোষণা করা হয়েছে তা ফেরত নিতে হবে, উচ্চ ক্ষমতা সম্পূর্ণ লোকো চিত্তরঞ্জন রেল কারখানায় উৎপাদন করতে হবে, বিনা শর্তে কর্মীদের নির্ধারিত সময়ে বার্ষিক ইনক্রিমেন্ট দিতে হবে I  

 সিআরএমএস   এনএফআইআর   ওয়ার্কিং প্রেসিডেন্ট নেপাল চক্রবর্তী এবং ইন্দ্রজিৎ সিং জানান তারা কেন্দ্র সরকারের বিরোধিতা জানাচ্ছে এবং রেলের বেসরকারিকরণ করা চলবে না I আগামী দিনেও তারা এর প্রতিবাদ করবে I

 

 

Post a Comment

0 Comments