ডাক্তারদের সম্বর্ধনা


সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করোনা যোদ্ধা হিসেবে সালানপুর ব্লকের কয়েকজন ডাক্তারদের আজ সম্বর্ধনা দেওয়া হল পিঠাইকেয়ারী হসপিটালের বি এম এইচ ডাক্তার সুব্রত সিট , ডাক্তার অলক দাস, ডাক্তার জে এন মোদক পিঠাইকেয়ারী হসপিটালের কর্মরত ডাক্তার মাঝি কে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় এই সমর্থন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং , অরূপ রক্ষিত, আশুতোষ তেওয়ারি, বিজন মজুমদার সহ আরো অনেক

Post a Comment

0 Comments