আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবি ও ফাঁসির দাবি জানিয়ে সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে দেন্দুয়া মোড়ে ধর্ণা অবস্থান করা হয়।যেখানে ধর্ণায় ব্লকের নেতৃত্বরা,পঞ্চায়েত প্রধান,উপপ্রধান,সদস্যরা ছাড়াও সাধারণ মহিলাদের ভিড় দেখার মত ছিলো।এদিন ধর্ণা অবস্থানের নেতৃত্বদেন মহিলা সভানেত্রী অপর্ণা রায়।এদিন মহিলা সভানেত্রী অপর্ণা রায় জানান আজ এত দিন পার হয়ে গেলেও দোষীরা শাস্তি পেলো না।আমাদের একটাই দাবি দোষীর ফাঁসি।তাছাড়াও এদিনের ধর্ণা অবস্থানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান,সহ সভাপতি ভোলা সিং,শ্রমিক সংগঠনের ব্লকের সভাপতি মনোজ তেওয়ারী,সহ আরো অনেকে
0 Comments