রাতের অন্ধকারে ভেঙ্গে ফেলা হলো বিজেপির দলীয় কার্যালয় অভিযোগ তীর শাসক দলের বিরুদ্ধে


 গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর:বর্ষবরণের ঠিক একদিন আগে বৃহস্পতিবার  রাতের অন্ধকারে বারাবনির গৌরান্ডি হাটতলা সংলগ্ন ভারতীয় জনতা পার্টির ২নম্বর মন্ডলের দলীয় কার্যালয়ে পুলিশের উপস্থিিতিতে ভাঙ্গচুর চালায় একদল দুস্কৃতিএলাকার বিজেপির নেতার অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা অসিত সিংহের নেতৃত্বে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভাঙ্গচুর চালায় তৃণমূলের পোষা গুন্ডা বাহিনীরা  পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানা যায়,তাদের কোন কর্মী এই ঘটনায় জড়িত নয় এই ভাঙচুরের ব্যাপারে অন্যদিকে বারাবনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহের বক্তব্য; সমাজ বিরোধী গণেশ ধীবর আজকাল বিজেপির নেতা হয়েছেউনি হাটের জায়গা জবর দখল করেছিল এখানে কোন অফিসে নেই সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন মানুষ একটা মাস্টপিটিশন করেছিলপি.ডব্লিউ. ডি এবং হাটের জায়গা দখল করেছিল সমস্ত মানুষ এইটা প্রতিরোধ করেছিল সমস্ত প্রশাসনকে লিখিত জানিয়েছিল রিসিভ কপিও আছে এটা একটা সরকারি জায়গা এখানে কোন অফিস ছিল নাওরা বুঝে গেছে বারাবনিতে জেতা বিরাট দুষ্কর এর ব্যাপার মিথ্যাচার কিভাবে বারাবনিকে বদনাম করা যায় এবং এখানকার নেতৃত্ব কে বদনাম করা যায় সেই করছে তারা অন্যদিকে দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় এদিন বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা ব্যানার্জি বলেন আমাদেরকে যত ভাঙবেন ততোই বাড়বআপনারা একটি অফিস ভাঙবেন আমরা একশোটা অফিস গড়বো এইভাবে পশ্চিমবাংলার বুকের থেকে বিজেপিকে সরাতে পারবেন নাপশ্চিম বাংলায় যেদিন নির্বাচন হবে,আপনাদের এই কুকীর্তির ফল ভোগ করতে হবেদুহাজার উনিশে হাফ হয়েই গেছেন,দুহাজার একুশে সাফ হয়ে যাবেনএইভাবে বিজেপির কার্য কর্তাদের মনোবল ভাঙা যাবে না আপনারা যে চৌদ্দ তলায় অট্টালিকায় থাকছেন,ভারতীয় জনতা পার্টি নয় সমগ্র পশ্চিম বাংলার আম জনতা সেই চৌদ্দ তলায় থাকা অট্টালিকায় থেকে টেনে হিচড়ে দু হাজার একুশে নামিয়ে আনবে

Post a Comment

0 Comments